নামাজের নিয়ত ও দোয়াসমূহ

ফজর নামাজের নিয়ত
ফজরের নামাজ ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত ফরজ।

দুই রাকাত সুন্নত ফজর নামাজের নিয়ত:
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা রাক’আতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

দুই রাকাত ফরজ ফজর নামাজের নিয়ত: 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা রাক’আতাই সালাতিল ফাজরে ফারদুল্লাহি তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

যোহর নামাজের নিয়ত
যোহরের নামাজ ৪রাকাত সুন্নত, ৪রাকাত ফরয এবং ২রাকাত সুন্নত।

৪ রাকাত সুন্নতের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা আরবারাক’আতাই সালাতিল যোহরে সুন্নাতু রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

৪ রাকাত ফরযের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা আরবারাক’আতাই সালাতিল যোহরে ফারদুল্লাহি তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

২রাকাত সুন্নতের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা রাক’আতাই সালাতিল যোহরে সুন্নাতু রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

আসর নামাজের নিয়ত
আসরের নামাজ ৪রাকাত সুন্নত, ৪রাকাত ফরয ।

৪ রাকাত সুন্নতের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা আরবারাক’আতাই সালাতিল আসরে রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

৪ রাকাত ফরযের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা আরবারাক’আতাই সালাতিল আসরে ফারদুল্লাহি তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

মাগরিব নামাজের নিয়ত
মাগরিবের নামাজ ৩রাকাত ফরয এবং ২রাকাত সুন্নত

৩ রাকাত ফরযের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা সালাসা রাক’আতাই সালাতিল মাগরিবে ফারদুল্লাহি তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

২ রাকাত সুন্নতের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা রাক’আতাই সালাতিল মাগরিবে সুন্নাতু রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

এশা নামাজের নিয়ত
এশার নামাজ ৪রাকাত ফরয এবং ২রাকাত সুন্নত এবং ৩রাকাত বেতের।

৪ রাকাত ফরযের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা আরবারাক’আতাই সালাতিল এশায়ে ফারদুল্লাহি তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

২ রাকাত সুন্নতের নিয়তঃ 
নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা রাক’আতাই সালাতিল এশায়ে সুন্নাতু রাসুলিল্লাহে তা’ লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

৩রাকাত বেতের নামাজের নিয়তঃ নাওাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’ লা সালাসা রাক’আতাই সালাতিল বেত্‌রে ওয়াজিবুল্লাহি তা’লা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কা’ বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

অজুর নিয়ত
নাওাইতুয়ান আতাওাজ্জা রাফ আল্লিল হাদাসে ওয়াস্তেবাহাতাল লিসসালাতে ওয়া তাকাররুবান ইল্লালাহি তা’ লা।

সানা
সুব্‌হানাকা আল্লাহুমা ওয়াবিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়াতা’লা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক।

জায়নামাজের দোয়া
ইন্নি ওয়াজজাহতু ওয়াজিহিয়া লিল্লাজি ফাতারাস সামাওাতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশ্রেকিন।

সেজ্‌দার দোয়া
সোব্‌হানা রাব্বিয়াল আ’লা। (৩বার)

রুকুর দোয়া
সুব্‌হানা রাব্বিয়াল আযিম। (৩বার)

সামিয়াল্লাহু লিমান হামিদাহ্‌। ( রুকু থেকে দাড়ানোর সময় ১বার)

দরূদ শরীফ
আল্লাহুমা সাল্লি য়ালা মোহাম্মাদিউ ওয়ালা আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুমা বারিক আলা মোহাম্মাদিউ ওয়ালা আলা আলে মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।

তাশাহ্‌হুদ
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতাইয়েবাতু আসসালামু আলাইকা আইয়্যুহান নাবীয়ু ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামুয়ালাইনা ওয়ালা এবাদিল লাহিস সালেহিন। আশ্‌শাদু আল্লাহ্‌ এলাহা ইল্লালাহু ওয়াশ্‌হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

দোয়ায়ে কুনুত
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনোকা , অনাস্তাগো ফিরুকা ,অনুকমি বিনুকা , অনাতা অক্কালু আলাইকা ,অনুছনি আলাইকাল খইর । অনাশ ফিরুকা ,অলানাগ ফিরুকা ,অনাখ লাহু ,অনাত রুকু ,মাইয়াফ জুরুক । আল্লাহুম্মা ইয়া কানাআবুদু ।ওয়ালা কানু ছল্লি ,অনাছজুদু ,ওয়ালাইকানাশ আ ।অনাছফিদু ,অনারজু ,রাহমাতাকা ,অনাখশা ,আজাবাকা ,ইন্না আজাবাকা বিল কুফফারি মূল হিক