পৃথিবীতে মোট ভাষার সংখ্যা সঠিকভাবে বলা সম্ভব নয় তবে জাতিসংঘের একটি প্রকাশনায় বলা হয়েছে পৃথিবীতে প্রায় ৭০০০ বা তাঁর বেশী ভাষা আছে।সবচেয়ে জটিল বা কঠিন ভাষা হিসেবে চীনের ম্যান্ডারিন ভাষা এবং আফগানিস্থানের পশতু ভাষার স্থান সবার আগে। পৃথিবীতে সবচেয়ে বেশী ব্যবহৃত ভাষার নাম ১/ ম্যান্দেরিয়ান ( ১বিলিয়ন) ২/ ইংলিশ (৫০৮ মিলিয়ন) ৩/ হিন্দুস্তানি (৪৯৭ মিলিয়ন) ৪/ স্পেনিশ (৩৯২ মিলিয়ন) ৫/ রাশিয়ান (২৭৭ মিলিয়ন) ৬/ আরবি (২৪৬ মিলিয়ন) ৭/ বাংলা (২১১মিলিয়ন) ৮/ পর্তুগীজ (১৯১ মিলিয়ন) ৯/ মালেয়ান- ইন্দনেশিয়ান (১৫৯ মিলিয়ন) ১০/ ফেন্স (১২৯ মিলিয়ন)।আর হ্যাঁ ভাষার জন্য প্রান শুধু বাংলাদেশের বাঙ্গালীরাই দিয়েছে। পৃথিবীর আর কোন ভাষার মানুষের এই গর্ব নেই।